আমি তো কেউ নই যাকে তুমি
চুপ করিয়ে রাখবে,
আমি তো কেউ নই যাকে তুমি ঘুষ দিয়ে পকেটে পুরে ফেলবে,
আমি তো কেউ নই যাকে তুমি বোকা বানিয়ে হাতিয়ে নেবে ক্ষমতা,
আমি তো কেউ নই যাকে তুমি
মেরে ফেলবে,
একবার চুপ করালে গর্জন করে উঠব পরের বার,
একবার পকেটে পুরলে সিঁদকেটে বেরিয়ে পড়ব পরের বার,
একবার বোকা বানালে ঠকা বুদ্ধিটা খুলে যাবে পরের বার,
একবার মেরে ফেললে জড়ো করে সেই হাড়, মাংস, ছাই গজিয়ে উঠবো আবার।
আমি তো কেউ নই,
আমি শুধু এক মুণ্ডহীন বহমান সময়ের ধড়।
জন্মাতে জন্মাতে যার মুখ বদলে যায় বারংবার।
সইতে সইতে যার ক্ষয়,
ক্ষইতে ক্ষইতে যার পুনরুত্থান।।
সুচিন্তিত মতামত দিন