চিন্ময় ঘোষ | গাছের আকাল

গাছের হৃদয়ে কোনো পাপবোধ নেই, থাকেনা কখনো; নিষ্কলঙ্ক দিন তার ভরসার নিশান ওড়ালে ছায়া আর মায়ার চিহ্ন তাতে আঁকা

ফলের অভিজ্ঞানেই পৃথিবী চিনে গেছে তাকে।

কোন কথার কি যে মানে
বুঝতেই কেটে গেল এতো বড় কাল
এখন বাজার ভরে রমরমা, কানফাটা রব
হাতে তুলে নেড়েচেড়ে যতই দেখছি
সবই মাকাল
ফলভোগে খুঁজে নিচ্ছি ইহ-পরকাল।

প্রজন্মের গা ভর্তি কালো ছোপ দাগ
বন‍্যেতর চরাচর মেখে নিচ্ছে হিংসুটে হাওয়া
এমন হিংস্রতা পূর্বজন্মে দেখেছে কি কেউ!
উদগ্র সম্ভোগ, দুধ ক্ষীর সর সমেত সমগ্র গোলক
একলপ্তে গিলে নিতে চায়
বানভাসি হয়ে ভেসে ভেসে যাক না বাকি খড়কুটো।

বোদ্ধা এঁড়ের পাল ঢুলুঢুলু চোখে
আয়েসে জাবর কাটে মহা আশ্লেষে
পরমার্থের সবটুকু স্বাদ যেন
তারিয়ে তারিয়ে চেঁটে নিচ্ছে বেশ।
                           

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.