🇮🇳 তাপসী লাহা | খোয়াব

আগন্তুক, 
তোমার নামের পাশে আস্তানা গেড়ে বসে আছি
জন্ম হয়নি যে কালের ছাপাখানায় , নাম
তোলার লাইন বেড়ে গেছে রেশন লাইন ছাড়িয়ে
পদ্মা হালদারের ধর্ষিতা রিপোর্টের থেকেও
আরো দুর !!

পাসপোর্ট  না জারী হওয়া ছোটবেলায়
তেপান্তরের উমামী  লেক থেকে এক ফোঁটা
জলের আশায় কোল খালি করে বসে আছি
ডাক আসার জন্য।

চোখ কচলাতে  কচলাতে দৃষ্টি  তীক্ষ্ণ হলো।

সন্তানহীনা  আর ওপাশে এইমাত্র  বিয়োবে সেসব আমার  মতো অপ্রাসঙ্গিক মেয়েমানুষের দল লাইনে দাঁড়িয়ে ঠাই---

কবে যদি খুলে যায় দরজা

জন্ম, নাগরিকত্ব ও শিকে ছেঁড়ার লাইন পেরিয়ে
গর্ভ পথের বাধা উতরে একদিন যদি নদী হই

উন্মুক্ত রব, রসিকতার  ভূগোল না লেখা
পাঠক্রমে আমার কথা   থাকবে নিশ্চয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.