রুমা ঢ্যাং অধিকারী | খসা পালক

মুচড়ানো শব্দটিতে ছড়িয়ে পড়ে লোহিতসাগর

পাউচজাত তেষ্টায় আজও
ছুঁতে চেয়েছি লীনতাপ

এপর্যন্ত--
সামান্য যেটুকু বৃষ্টির জলে ভরাট হয়েছে গর্ত
ঘাটের নামের পাশে দেখি
বিষণ্ণবিন্দুটির বাহ্যিক প্রকাশ নেই, অথচ
খোলামকুচির পরপর দানে গহীন পেতেছে খসা পালক
এমারজেন্সি তার হাওয়ায় হাওয়ায়...

আর যা কিছু পথ হাঁটে-- ভেজা বালির ফেয়ারি টেল
শিকড় গেঁথে রাখে তারও পরাজয়

মনকে যখন দাওয়ায় স্নান করাই
টানের বিষয়আশয় খুলে যায়---

মামা যেখানে ডিকেড গোনে তারার ভিড়ে

মিছিল


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.