বেশ ভালোই আছি
বলতে পারা অভ্যাস নিঃসঙ্গতায়
বিহঙ্গ সাদৃশ্য উড়ন্ত,ডানাময় শঙ্কা,।
হীয়া বিমুখ কায়াময় সন্ত্রাস
অসত্যের লুকোচুরিতে বিবেকশূন্য
রাজপাঠের স্তাবকতা লালিত্য সুখে
বিশ্রদ্ধ আত্মশাসন গুমরায় -
মুখঢাকে প্রলাপ সার মানবিকতা।
কুশিক্ষার সুঠাম হাতে উজাড় মনন
শৈশবের কৌতুহলী আঙুল খুঁজে নেয়,
অজানা সকাল উদাস কৈশোর হয়ে
রাখালের বাঁশি হয়ে কেঁদে যায়।
বিরাট ভাবীকাল যন্ত্র তত্ত্বে বিলোপিত
কপিকলে ঝুলেরয় আপামর সহমত
নীচে গভীর জল ওপরে শূণ্যতা,
মাটি মলিন দুহাতে লঙ্ঘিত স্পর্ধায়
মলিন বুকে টানে,প্রদত্ত হয় পূর্ণতা।
সুচিন্তিত মতামত দিন