এসেছিল বহুকাল চারা হাতে হাতে
শোভিত টবের পাশে জেগে উঠি প্রাতে
রোদের নতুন মুখ পরিপাটি চুল
সজ্জার আড়াল সব ঢেকে দেয় ভুল
আমিও তোমার মতো জমকে জমকে
প্রতিদিন অভিভূত চমকে চমকে
কেটে যায় দিন মাস গড়ায় বছর
ভাতে মিশে যায় রোজ চালের কাঁকর
প্রতিশ্রুতি নিয়ে কবে এসেছিল তারা
স্বপ্ন ঘিরে জেগে থাকে নিঃস্বপ্ন পাহারা
প্লাস্টিকের চারা রেখে তারা গেছে ফিরে
পরাগ-মিলন ভুয়ো বুঝি ধীরে ধীরে...
সুচিন্তিত মতামত দিন