পারমিতা চক্রবর্তী | জীবন কখনো থেমে থাকে না

ত্য জীবন কখনও থেমে থাকে না৷ এগিয়ে চলে৷ জীবনের গতি কখনও শ্লথ হয়ে পড়ে ৷ তখন তাকে বয়ে নিয়ে চলা বড় কষ্টদায়ক হয়ে পড়ে৷ ঠিক যেমনটা রাস্তা ধোয়ার গাড়ির মত৷ জল বেশী হলেই ছলকে ছলকে পড়ে৷ এই পড়া কখনও হয় বেশী কখনও বা কম৷ কিন্তু কোন না কোন সময় দম বন্ধ হয়ে আসে৷ মনে হয় কারা যেন গলাটা টুঁটি চেপে ধরছে৷ দু হাত দিয়ে জোরে চেষ্টা করলেও ছাড়ানো যায় না ৷ তখনই ঈশ্বর তৃতীয় কোন শক্তিকে পাঠিয়ে দেন আমাদের কাছে৷ এক পশলা বৃষ্টি এনে দেয় মরুদ্যানে ৷ তাতে গাছপালা জন্মায় , বড় হয়৷ এই ভাবেই চলে জীবন৷ এই তৃতীয় শক্তি কী প্রেম? 
জীবন কখনও থেমে থাকে না | পারমিতা চক্রবর্তী
কেউ কেউ বলে প্রেম মানুষের জীবনে একবার আসে৷ তা কী সত্যি! মানুষের মনটা যদি সতেজ থাকে তবে সহস্র বার প্রেমে পড়া যায়৷ ঠিক পড়া না৷ প্রেম আসে মানুষের জীবনে৷ প্রেম স্বর্গীয়৷ যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায় ৷ আর এই অনুভবটুকু বাঁচিয়ে রেখে বলা যায়

এই রোকো
পৃথিবীর গাড়িটা থামাও
আমি নেমে যাব
আমার টিকিট কাটা অনেক দূরে
এ গাড়ি যাবে না
আমি অন্য গাড়ি নেব

আমার স্বপ্ন ভরা লাগেজ নামাও
এই কুলি মহাকাল
কাঁধে তুলে নাও
নিজেরই বৃত্তে ঘুরে মরে না যে গ্রহ
সেই গ্রহ গাড়িটাতে তুলে দিয়ে যাও

ভাড়াটা বড্ড বেশী
এক হাজার মায়া
আর দুশো ভালোবাসা
খুচরো খরচ কিছু আশা প্রত্যাশা
এছড়া জলাঞ্জলি দিতে হলো ভাষা
তা হোক
তবু
আমি নেমে যাব
আমার টিকিট কাটা অনেক দূরে
এ গাড়ি যাবে না
আমি অন্য গাড়ি নেব

এই রোকো রোকো
পৃথিবীর গাড়িটা থামাও


এই গান আমাদের জীবনে অনুপ্রেরণা জোগায় ৷ আমাদের বাঁচতে শেখায়৷ দুশো ভালোবাসা নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়৷ খুচরো আশা প্রত্যশা নিয়েই জীবন৷ পথে বাধা , বিঘ্ন আসলে আমরা আমাদের পথ পরিবর্তন করতে পারি৷ স্টেশন আসলে গাড়ি থেকে নেমে অন্য ট্রেনে উঠে পড়ি৷ আমাদের গন্তব্য অসীম৷
 
সেখানে স্বপ্ন ভরা লাগেজ নামানোর জন্য কোথাও কোন কুলি আসতে পারে আবার নাও পারে৷ কিন্তু সেই লাগেজ ভর্তি স্বপ্ন নিয়ে আমাদের হেঁটে যেতে হবে৷ জীবনের ভাড়া বড্ড বেশী৷ পৃথিবীতে থাকার শেষ দিন পর্যন্ত সেই দাম দিয়ে যেতে হয়৷ জীবনের দাম আমাদের এ জীবনে শোধ করে দিতে হয় ৷ প্রখর গ্রীষ্ম কিংবা ঝিরঝির বর্ষায় তার ক্ষয় নেই৷ এক পা, দু পা করে এগিয়ে চলতে হয়৷ নেই কোন তাড়না নেই কোন বৈভব৷ তাও এগিয়ে নিয়ে চলতে হয়৷

মিছিল


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.