অপরাজিতা দাস | মাহেন্দ্রক্ষণ

উত্তপ্ত রৌদ্র,মরুভূমি উগ্র,
মধ্যাহ্ণমরীচিকায় শান্ত মন।
তপ্ত বালুকা,রুষ্ঠ কণিকা,
বিজনপ্রদেশে বৃথা অন্বেষণ।

শ্রান্ত কায়া,উজ্জ্বল ছায়া,
বিদিশা হয়ে শৃঙ্খলাশূন্য।
প্রদোষকালে করিলাম প্রস্থান,
লক্ষ্য শুধু উত্তাল সিন্ধুবক্ষ।

সত্যের ব্যক্ত,দীপ্তের তৃপ্ত,
কালস্রোতে দৃঢ় প্রতিজ্ঞা।
অদ্রির ফাঁকে উজ্জ্বল ত্বিষাম্পতি
দিলেন ত্রস্ত চিত্তে সে অনুজ্ঞা।

উর্ধ্বগগন,নীরদ নিরীক্ষণ,
প্রবল হয়েছে অশনিসম্পাত।
নিশিথে দিদৃক্ষমাণ,দিয়েছে চেতনাবিধান,
তরঙ্গিত বারীন্দ্র পারাবার।

কহিলাম দ্বন্দে, ক্রোধকম্পিত কন্ঠে,
উত্তালতার মধ্যে তোমার ধ্রুবতা।
করিলাম প্রত্যবেক্ষণ,তীক্ষ্ণতার জাগরণ,
রত্নাকরের কি অদ্ভুত দূরদর্শিতা।।

দিকে দিকে হিল্লোল,চারিদিকে জলকল্লোল,
মুগ্ধতায় কি দেব শ্রদ্ধাঞ্জলি!
অবশেষে হায় উত্তাল সমুদ্রবক্ষে
দু-ফোঁটা অশ্রুর জলাঞ্জলি।।

          
                        

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.