তোমার পায়ের কাছে নিজেকে বন্ধক রেখে,
আজকাল হিংসা থেকে বিপন্নতা ছড়িয়ে দিচ্ছি
সুযোগ বুঝে সন্ধানী চোখে আগুনও চেটে খাচ্ছি।
একহাতে রঙের খেলা অন্য হাতে দল বদল
মুখ আমার একই আছে,কেরামতি মুখোশ ছোবল।
জনগণ কি তাই বোঝে যা বোঝায় ধর্মশ্লোক?
বঞ্চিত শ্রেণিও তাই কি চায়?
ইষ্টদেবতারই ভালো হোক৷
প্রতিবাদী মুঠোয় আজ স্বরের উজান আনবে কারা?
হয়তো একদিন মার খেয়ে উঠে দাঁড়াবে।
উত্তর দেবে দৃপ্ত শিরদাঁড়া।
সুচিন্তিত মতামত দিন