কাজী জুবেরী মোস্তাক | গরীব

গরীব শব্দটি আজ রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বাজেয়াপ্ত করা হোক ,
গরীবকে ভুখা পেটে মৃত্যুবরণ করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক ।

রাষ্ট্রের প্রত্যেকটি প্রান্তর আজকে লালগালিচা দিয়ে মোরানো হোক,
আর ধনীদের আরো ধনী হওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক ।

কারফিউ জারি করা হোক আজ গরীবদের চোখের পানির উপরে,
আর নতুন করেও ট্যাক্স বসানো হোক ওদের ক্ষুধার্ত পেটের উপরে ।

মশক নিধনের মতো অভিযান দেওয়া হোক আজ গরীবের উপরে ,
যেন কেউ গরীব হয়ে জন্ম নেওয়ার দুঃসাহসটা দেখাতে না পারে ।

আবাদি জমিগুলো সব মাটিখেকোদের দিয়ে দেয়া হোক আজকে
আর কৃষকদের বেঁচে থাকার সকল অধিকার কেরে নেওয়া হোক।

বনভূমি উজার করে দিয়ে সেখানে প্রতিস্থাপিত হোক মিল কারখানা
নদীর স্রোত উপেক্ষা করে বসানো হোক অবৈধ ড্রেজিং ব্যবস্থাপনা।

ধনীদের বিলাসি জীবন যাপনের সকল সুযোগ সুবিধা দেওয়া হোক
গাড়ি ; এসি সহ বিলাসি বাহারি পণ্য থেকেও মূসক তুলে নেয়া হোক

দ্রব্যের মূল্য বাড়ানোর পূর্ন ক্ষমতা ব্যবসায়ীদের হাতে দেওয়া হোক
আর গরীবদেরকে মৃত্যু না হওয়া পর্যন্ত ভুখাই রেখে দেওয়া হোক।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.