রোজ গলি দিয়ে যে বয়স
হেঁটে যায়
আজ সে দাঁড়িয়েছে আমার ঘরে
আমার কি তাহলে বয়স হয়েছে?
এখানে আমি,
আমার কথা বলছিনা
আমি বলছি সেই "আমি"র কথা
যে বয়স ঘোরাতে ঘোরাতে
শাদা ভোর হতো পৃথিবীর।
সেইসব ভোরের সমুদ্র ছুঁড়ে, বেঁচে রাখার জলে পৃথিবী জানে,
যখন বয়স খোলে কেউ চলে যায়
তখন বয়স আসে বাঁচার আসায়
স্তব্ধ জলের মুখছবি ঘিরে হাসে যেন হাজার বছর,
বছর জুড়ে পোস্ট করা হয়নি এমন অনেক চিঠি, বিচিত্র আকুতি,বয়সের ভরসা ;
আবোল তাবোল শব্দ, ইশারায় ঝরে পড়া মনো গীত, গীতের বাদল
দূরাগত হাহাকারে ঝরো ঝরো বয়স বর্ষা।
সুচিন্তিত মতামত দিন