বিজয়ের করো উল্লাস,
ওরে নবীন জানো কী তোমরা
ওরে নবীন জানো কী তোমরা
বাংলাদেশ জন্মের ইতিহাস?
একটা সময় অন্ধকারে ছিল
একটা সময় অন্ধকারে ছিল
বাংলার ভূখণ্ডের আকাশ,
জানো কী তোমরা কত ত্যাগে
জানো কী তোমরা কত ত্যাগে
স্বাধীন দেশে করছো বসবাস?
কত উৎপীড়ন,কত শোষণ
কত উৎপীড়ন,কত শোষণ
কতই না ছিল যন্ত্রণা,
বাংলা মা যে সহ্য করে
বাংলা মা যে সহ্য করে
নয় মাসের প্রসব বেদনা।
বর্বর বাহিনী বাঙালির উপর
বর্বর বাহিনী বাঙালির উপর
চালায় নৃশংসতা,
এই প্রেক্ষিতেই মুক্তিবাহিনী
এই প্রেক্ষিতেই মুক্তিবাহিনী
আওয়াজ তোলে স্বাধীনতা।
স্বতন্ত্র অধিকার ভোগ করছো
স্বতন্ত্র অধিকার ভোগ করছো
ত্রিশ লক্ষ জীবনের দামে,
কৃষক, শ্রমিক,ছাত্র জনতা
কৃষক, শ্রমিক,ছাত্র জনতা
লড়েছিল শহর গ্রামে।
পাক বাহিনী হামলা করে
পাক বাহিনী হামলা করে
পঁচিশ মার্চের কালো রাতে,
স্বাধীনতার জন্যই বীর বাঙালি
স্বাধীনতার জন্যই বীর বাঙালি
অস্ত্র তুলেছিল হাতে।
স্বাধীন ভূমিতে বাস করে
স্বাধীন ভূমিতে বাস করে
বলছো স্বাধীন ভাষা,
এই স্বাধীকার এনেছে
এই স্বাধীকার এনেছে
এই দেশেরই মাঝিমাল্লা চাষা।
দাবি আদায়ে যোদ্ধারা
দাবি আদায়ে যোদ্ধারা
তুলেছিল সাহসী উচ্চারণ,
প্রজন্ম তোমরা স্বাধীনতার ইতিবৃত্ত
প্রজন্ম তোমরা স্বাধীনতার ইতিবৃত্ত
হৃদয়ে রাখবে স্মরণ।
রক্তক্ষয়ী সংগ্রামে লাল সবুজের
চিত্র আঁকা
বিশ্ব মানচিত্রে দাঁড়িয়ে আছে
বিশ্ব মানচিত্রে দাঁড়িয়ে আছে
আজ আমাদেরই পতাকা।
গাইছো তোমরা শহীদ স্মরণে
গাইছো তোমরা শহীদ স্মরণে
বিজয় নিয়ে গান,
এই ভালোবাসাতেই বেঁচে থাকবে
এই ভালোবাসাতেই বেঁচে থাকবে
লাখো শহীদের প্রাণ।
সুচিন্তিত মতামত দিন