আগুন ভাটি জ্বেলে বুকে,
একটা মেয়ে সেই আগুনে
পেটের খিদের রুটি সেঁকে।
দিনেও আলো রাতেও আলো
তবুও সে থাকে অন্ধকারে,
রোদের তাপ ও চাঁদের ঝালর
দুচোখের কান্না হয়ে ঝরে।
তার হাতের মুঠোর ধুলোবালি
হয়েই থাকে সেই ধুলোমুঠি,
কাকুতি মিনতি লাখো-লাখোয়
হয় নাকো তা তো সোনামুঠি।
জঠর জ্বালায় শরীর পোড়ে,
বুকের জ্বলন মন পোড়ায়,
বুদ্ধি বাঁধা পড়ে ভাতের হাঁড়িতে
উথলানো ফ্যানে বিবেক গড়ায়।
সেই মেয়েটার নাম অনেক
ভাতারখাকি সুখের পাখি,
আমি বলি তার নামখানি
হোক আগুনখাকি আগুনপাখি।
সুচিন্তিত মতামত দিন