পি ন্টু ঘো ষ | চাঁদনি

পি ন্টু ঘো ষ | চাঁদনি

■ চাঁদনি​


বুনোমোষের শিঙের মতো একদিন​
চাঁদ এসে কড়া নাড়বে আমাদের দরজায়​
আমরা​ ​ ​ একে একে তাকে দেব
সিকি, আধুলি — বাতিলের দিনগুলি


পরমপিতা'র মতো মুখোমুখি হবে সত্য​

তার স্নিগ্ধ আভায় মিলাবে​
আমাদের​ ​ ​ পাপ, অপরাধ — সমস্ত ইতরদাগ —

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.