■ নির্লজ্জ্ব
আজকাল আর লজ্জা লাগে না!
যা পাই কুড়িয়ে খাই,
নোটের বান্ডিল থেকে সোনাদানা!
জিএসটি একবার চেখে দেখেছিলাম
এতো সুস্বাদু যে সবার উপর বসিয়ে দিয়েছি!
মনের উপর বড্ড চাপ
মনের কথা বলবো বলে
মাঝেমধ্যে রেডিও স্টেশন চত্বরে
যা পাই কুড়িয়ে খাই,
নোটের বান্ডিল থেকে সোনাদানা!
জিএসটি একবার চেখে দেখেছিলাম
এতো সুস্বাদু যে সবার উপর বসিয়ে দিয়েছি!
মনের উপর বড্ড চাপ
মনের কথা বলবো বলে
মাঝেমধ্যে রেডিও স্টেশন চত্বরে
ঘোরাঘুরি করি
একবার চান্স চাই!
অবস্থা বোঝো,
এদিকে অবহেলিত টাকাদের
অবস্থা বোঝো,
এদিকে অবহেলিত টাকাদের
অভিভাবক নেই দেখে আবারও কেন
যে লজ্জা পাই?
সুচিন্তিত মতামত দিন