কাজী জুবেরী মোস্তাক​ | মাংসাশী শহর

কাজী জুবেরী মোস্তাক​ | মাংসাশী শহর

■ মাংসাশী শহর

এ এক অদ্ভুত হত্যাযজ্ঞ!​
এ শহর যেন আজ এক মাংসাশী শহর!​
প্রতিনিয়ত এখানে রক্ত,মাংস,হাড়,
মাথার খুলি পড়ে থাকে।
বিকট বিস্ফোরণের সাথে সাথে 
এখানে শুরু হয় মৃত্যুর উম্মাদ নৃত্য,​
অস্ত্রের বজ্রধ্বনিতে এখানে বেজে যায় 
বিস্ফোরণের গান।​

এ যুদ্ধে সবাই জয়ী হতে চায় এবং 
জয়ের জন্য সবাই আশাবাদী,​
একটুকরো জমির জন্য এখানে আজও 
যুদ্ধ আর দাঙ্গাবাজী।

এ এক এমন আগ্রাসন 
এখানে ন্যায় নীতিও ধন্দে ভরে থাকে,​
স্বাধীনতা!
সেও এখানে আজ একটা নির্দিষ্ট সীমায় বন্দী হয়ে গেছে,​
একটু বেপরোয়া হলেই তান্ডব নেমে আসবে প্রিয় মানচিত্র আর স্বাধীনতার উপর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.