অ'শব্দে নিবাস আদুল ; তবুও প্রশ্বাসে অলিন্দ আকাশ এ'ভাবেই ছেঁনেছে সাত পাড়ার নীরব উত্তপ! কেউ একজন জন্মদ্বারে জ্বালিয়ে রেখেছে নতুন নতুন কবিতার লাইন ; যদি মুখ বাড়িয়ে দেখা দেয় সমকামী এক বিবর্ণ প্রেত, ---- লজ্জা শরীর থেকে জেগে ওঠে আয়ুভূক আঁধার ; শেষ পর্যন্ত দুঃখ বইতে বইতে আমিও ঘূর্ণিহাওয়ার ভেতর ভস্মেরমেঘ হলাম !নির্ধনীয়ার ছদ্মবেশ নিয়েছে কুবের ! চোখের মধ্যে দুরত্ব আঁকা সাধু ও ডাকাতের ছবি ; গা-গতরে জেলে নৌকা ভাসে আশৈশব , ------ ডুব টুকু তার কাজলকালো জলে সর্পাঘাতে অনাত্মীয় যেভাবে একাকীত্ব ভোগে !
এইতো ছুঁলাম পাহাড় তোকে ; জলঝারিতে বাতাস রাখি শেষ পাতেতে , ----- প্রথম থেকে দ্বিতীয় প্রহরটুকু কথা ছিঁড়ে বেরিয়ে আসবে শোকাশ্রুতে .....
এ'টুকু আজ নিলাম হাত পেতে , শেষ কটাদিন অকৃপণ থাক মন ৷ বুকের মধ্যে অন্য শরীর এসে জাগিয়ে তোলে নতুন বৃন্দাবন !
Tags:
কবিতা