বিউটি সাহা | প্রতিবাদ_হোক
0
ডিসেম্বর ৩১, ২০২২
■ প্রতিবাদ_হোক
চুপ করে দেখে যাও অন্যায়
দেখে দেখে সয়ে যাবে চোখ,
আওয়াজ তুললেই তুমি হবে দেশদ্রোহী
ওরা মুখেই বলবে, মানুষের ভালো হোক।
তোমার ভালোর জন্য ভাবেনা ওরা
খালি নিজেদের আখের গোছায়,
আধপেটা খেয়ে আছো অথব অনাহারে
ওদের তাতে কি বা এসে যায়!
চাকরি পাবেনা মেধার ভিত্তিতে
অথচ মূর্খরা পেয়ে যাবে টাকায়,
সত্যিকারের বিদ্বান মানুষেরা
মাটিতে পড়ে পড়ে মার খায়।
বুক ফেটে যায় এক তীব্র কষ্টে
হৃদয় জুড়ে ভীষন এক শোক,
আর চুপ করে ঘরে বসে থাকা নয়
সারা দেশ জুড়ে প্রতিবাদ হোক।
Tags
সুচিন্তিত মতামত দিন