অমরেশ বিশ্বাস | কসাই রাজামশাই
0
ডিসেম্বর ৩১, ২০২২
■ কসাই রাজামশাই
আসুন রাজামশাই
কোনখানেতে বসাই
শোনেন না? কান নাই
আমরা বাঁচতে চাই।
শুধুই বলে যান
বলুন তো কি চান
আপনি বড় ভাবুক
মারেন কেন চাবুক।
সকল সময় হাসেন
কোন দুনিয়ায় ভাসেন
সব জিনিসের দাম
শুনেই ছোটে ঘাম।
যাচ্ছে মানুষ মরে
বাঁচবে কেমন করে
দিচ্ছি পেতে আসন
দেবেন না আর ভাষণ।
খুব ক্ষিদে যে পেটে
বলুন কিসে মেটে
চাইনে অনুদান
কে চায় খোয়াই মান।
নেব না হাত পেতে
কাজ করে চাই খেতে
কল কারখানা বেচে
বেড়ান শুধু নেচে।
আপনি সাধু নন
জানে মানুষ জন
মন আপনার কালা
যতই জপুন মালা।
শুনুন রাজামশাই
আপনি হলেন কসাই।
সুচিন্তিত মতামত দিন