স্বপন পাল | জলকথা

মিছিল

কেন তুমি জলের মতো হবে, পাত্রবদ্ধ জল
দেখেছ তো, সেচ থেকে শৌচ সবেতে
জলের ব্যবহার, ফেলে যায় অকরুণ।
দেখেছ জলের মতো সহজ তরলে
যে যেমন মেশাতে পারে ভালবাসা ঘৃণা।
বর্ষা এলে ভরে যায় দেখে সূর্যতাপে​
ফেলে রাখে নিষ্ঠুর শুকোতে,​
কেন হবে অশ্রদ্ধার জল ?
জলের মতোই অবিকল বন্যা ভাসালে, যারা
অভিশাপ ভাসায় নদীতে, তাদের কথায়
কেন জল হবে ? পাত্রাতীত কতো জল
ভেসে যায় দেশান্তর উপলক্ষ করে,
শোননি শষ্যের মাঠ করুণ চিৎকারে মরে,
বাতাসও তো শুচিতা হারায়।
পাকেচক্রে শেখেনি যারা, অন্তজ​
আঙুল তুলে বলে দিলে, তুমি জল হতে যাও।
জলে চলে যাবে মেধা, মেরু মরু দুই ছবি
অনুশোচনায় যার পারেনি ডোবাতে প্রতিদিন
তাকে আর যাই হোক বিশ্বাস কোরনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.