কৌশিক চক্রবর্ত্তী | বেলুনবাড়ির শূন্যস্থান

বিষাদ এর কবিতা

কেন বিষাদময়তা ছেয়ে আসে বারবার
ফাঁসির আদেশ শুনে
হত্যাকারীর মত নিজের নামের আগে ভেঙে ফেলি ডটপেন-

আজ আয়নায় রক্তাক্ত শরীর
গা বেয়ে বেয়ে নেমেছে লাভা স্রোত...
চোখে আঙুল দিয়ে দেখানো নৈশঅপরাধ
চওড়া মেঝেতে সেইসব ঝলসানো বসন্তের বাড়ি-

কেন অন্ধকারাচ্ছন্ন দিনে অম্লতার এতো ঝাঁঝালো গন্ধ?
মৃত্যুর মুহূর্তে দাঁড়িয়ে আছি আবার-
বিশ্বাস করতে চেয়েছি নিজের দাম্ভিক সন্ন্যাস-
রক্তদাগ ধুয়ে গেছে কোণে
আর রশির টানে আলগা হয়েছে বেলুনবাড়ির ঝাড়বাতি...

সমস্ত মেঘলা আকাশে জমাট শূন্যস্থান
একথা ঈশ্বরই প্রথম বিশ্বাস করতে শিখিয়েছিল...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.