আমার ভাষা
মুক্তিকামী প্রতিবাদে আমার ভাষা আলো।
তোমার গড়া দুর্ভিক্ষে যখন ক্ষিদের হাহাকার
লোভের মুখোশ খোলার ভাষা তিব্র দুর্নিবার।
শিক্ষাদানের নামে যখন করো ঘৃণ্য প্রহসন
আমার ভাষা রুখে দাঁড়ায় স্থবির উন্নয়ন।
তরুণ প্রাণে হিংসার বিষ!যখন জ্বালাও দাবানল!
আমার ভাষা গাইছে গান, সুরে মৈত্রীর হিল্লোল।
সমাজ গড়ার নামে যখন করো আস্ফালন
আমার ভাষা গর্জে ওঠে প্রতিরোধ আমরণ!
হিংসা আর স্বজনপোষণ যখন তোমার রাজনীতি
আমার ভাষা জাগিয়ে তোলে একতা প্রেমপ্রীতি!
আমার ভাষা নয় শুধু শব্দ স্বর ও ধ্বনি
আমার ভাষায় স্বপ্ন দেখি, আত্মার ডাক শুনি।।
আমার ভাষা গর্জে ওঠে প্রতিরোধ আমরণ!
হিংসা আর স্বজনপোষণ যখন তোমার রাজনীতি
আমার ভাষা জাগিয়ে তোলে একতা প্রেমপ্রীতি!
আমার ভাষা নয় শুধু শব্দ স্বর ও ধ্বনি
আমার ভাষায় স্বপ্ন দেখি, আত্মার ডাক শুনি।।
প্রতিশ্রুতি
প্রতিনিয়ত জন্ম নেয়
হাজার হাজার প্রতিশ্রুতি!
গরীব চাষি রাজা হবে!
শ্রমিক হবে লাখপতি!
গৃহে গৃহে অন্নপূর্ণা
শিক্ষালয়ে দেবী সরস্বতী!
দেশের দশের সেবায় রত
উচ্চমনা সব মহারথী!
বানভাসি প্রেমের স্রোতে
সজীব সকল প্রেমপ্রীতি!
কিন্তু করুন বাস্তবতায়
ভাঙছে শপথ যথারীতি!
অন্নদাতা গরীব চাষা
অনাহারে হয় আত্মঘাতী!
অন্নপূর্ণা হল ভিটেছাড়া
ভবঘুরে হয় সরস্বতী!
দশের সেবায় দশানন
সর্বগ্রাসী নীচ মতি!
প্রেম হল হিসাবনিকাশ!
চাওয়া পাওয়ার মতিগতি।
এমনভাবেই ভাঙছে রোজ
ভঙ্গুর সব প্রতিশ্রুতি!!
সুচিন্তিত মতামত দিন