শর্মিষ্ঠা ঘোষ | বল , বাংলায় বল
0
ফেব্রুয়ারী ২১, ২০২২
মন চলে যাচ্ছে আলোর দ্রুতিতে
ঐ তো তোমার পাশে বসে আছি
এই তো মাখছি রোদের ট্যান
কে হাসছে জোর কে যেন ফিসফিস কানে
পাশের জনের পায়ে মাপছে ক্রোশ
বসন্ত এ শহরে তাড়াতাড়ি আসে
পলাশ গাঁও থেকে এসেছে খবর
কুঁড়ি এল শিমুলেরও ডালে
অনেকে মিললে খুব মেলা হয়
অনেকেরই ঘর জমিন খেতি বলদ
অনেকেরই বিশ বাঁও জল
সব একরকম সবাই এক সুতোর
ঐ তো ঝেড়ে ফেলেছি পরিচয়
জিন্সের পকেট থেকে চকোলেট বাড়াচ্ছে কেউ
কেউ দুহাতে আঁকড়ে চার বোতল জল
কে কে গলা ভেজাবে নাও নিয়ে নাও
বল তোমার কথা বল
হায়েনার দল কিভাবে খেয়েছে মা মেয়ে বৌ
বল তোমার কথা বল
টাকার বান্ডিল খেয়েছে বি এ এম এ সার্টিফিকেট
বল তাদের কথা বল
কীটনাশক গিলে শুয়ে পড়েছে ফসল ফলা মাঠে এবং শূন্যতায়
বল তাদের কথা বল
সবুজ চা বাগান দুটি পাতা একটি কুঁড়ি
পোকা ধরা রেশন মজুরি পি এফ উধাও
বলি তাদের কথা বলি
অমর আকবর অ্যান্টনি
বলি আমার কথা বলি
কর্মী সংকোচ চাপ আত্মহত্যা প্রবণতা
বলি আমাদের কথা বলি
ফানুস ফেটে বিশ্বাস হারিয়ে রাংতার সং
বল সবই বাংলায় বল সহজপাঠ করে শোনাও
বল সবই বাংলার আকাশ বাতাসে
এই তো দেখা হল চেনা হল বলা হল
যোগাযোগ রেখো , ডেকো বিপদে আপদে
যেও সাবধানে যেও অক্ষত ফিরে যেও ঘরে
বল তাদেরকে বল সেখানে যারা অপেক্ষায়
Tags
সুচিন্তিত মতামত দিন