আভা সরকার মন্ডল | রক্তে ভেজা শিমুল-পলাশ

ভাষা দিবস মিছিল

শিরদাঁড়াটা সোজা ছিল, হয়নি মাথা নত​
রক্তে ভেজা শিমুল-পলাশ সঙ্গী হল কত ।
ফুটেছিল তাই ফাগুনে সবার মুখে কথা
আজকে ভাইয়ের দান স্মরণে তাইতো নীরবতা।

প্রভাত ফেরী এগিয়ে চলে লক্ষ্য শহীদ বেদী
যেখানটাতে ঘুমিয়ে আছে টগবগে প্রাণ জেদি।
একুশের গান শুনিয়ে তাঁদের ঘুম ভাঙাতে গিয়ে
ভাষা প্রেমিক আসে ফিরে শপথ-বাণী নিয়ে।

মুষ্টিবদ্ধ হাতটি তাদের আরও দৃঢ় হয়ে
ছুঁয়ে ফেলে আকাশটাকে বাংলার পপরিচয়ে।
বাংলা মায়ের মুখের ভাষা,বাংলা মায়ের হাসি
বাংলা ঘিরেই আমাদের তাই ভালোবাসাবাসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.