সমস্ত চরাচর ঘুমিয়ে গেছে সন্ধ্যাটির আঁচলে,
আমরা পথিক সেজে হেঁটে যাই এক অধ্যায় থেকে
আরেক অধ্যায়ের দিকে।
বিদায়ের আগে, তোমার চোখে রেখে যাই
বিদায়ের আগে, তোমার চোখে রেখে যাই
স্মৃতিকাতর মৌন সুবাতাস।
দুটো পথ ততটাই কি এক?
যতটা বিচ্ছেদ পুষেছি বারোমাস।
সময়ের সাথে
পরিচয়ের অজান্তেই গড়ে ওঠে ম্যাজিক সম্পর্ক
কথায় কথায় কতোদূর রাস্তা তৈরি হয় সে খবর কেউ রাখিনা
মন জানে কেউ বৃষ্টিতে ভিজছি
কেউ ফুলের মতো মাটিতে
কেউ বা ফিরে যায় অভিমানে
কেউ ফিরে আসে স্রোতের টানে।
এই সম্পর্কে কোনো ম্লান চিহ্ন রাখা কি উচিৎ?
এই সময়ই তো হবে একদিন
অন্তহীন অতীত!
দুটো পথ ততটাই কি এক?
যতটা বিচ্ছেদ পুষেছি বারোমাস।
সময়ের সাথে
পরিচয়ের অজান্তেই গড়ে ওঠে ম্যাজিক সম্পর্ক
কথায় কথায় কতোদূর রাস্তা তৈরি হয় সে খবর কেউ রাখিনা
মন জানে কেউ বৃষ্টিতে ভিজছি
কেউ ফুলের মতো মাটিতে
কেউ বা ফিরে যায় অভিমানে
কেউ ফিরে আসে স্রোতের টানে।
এই সম্পর্কে কোনো ম্লান চিহ্ন রাখা কি উচিৎ?
এই সময়ই তো হবে একদিন
অন্তহীন অতীত!