শুভ্র শোভন রায় অর্ক | "ক্যু "

মিছিল

✓ "ক্যু "



পৃথিবীটা নাকি যাচ্ছে মানুষের বে-দখলে​
শোষনের দিন তবে কি শেষের দিকেই...?
হয়ত............!!
তাও ভালো...!​

অদৃশ্যকারো নামে করে যাওয়া অপরাধ
এখন সত্যের দাবি তোলে
মানুষের রূপ ক্ষয়ে গিয়ে হয়েছে বন্যজন্তু
বিভীষিকাময় তার যৌন সন্ত্রাস​
কতিপয় অতি উৎসাহীর ভয়ে সমঝোতার সুর-
ভাঙা থেমিসের উঠোনজুড়ে।​

কোথায় সুখ? একটু স্নেহ, ভাতৃত্ব কিংবা মানবতা?
আমরা তো এমন পৃথিবী চাইনি ।​
চাইনি গোরামির নামে নোংরামো-
অসহায় অভুক্ত কালো রাত ; কালো হাত,​
মিসাইলের বিস্ফোরনের ঝলকানি,
সাদা-কালোর বৈষম্য-বিভেদ-বিভ্রান্তি।​

সম্রাজ্য,ক্ষমতা, শক্তি, মিথ্যের নেশায়​
গুড়িয়ে যাচ্ছে দেশ-দেশান্তর, জনপদ,সীমানা, সম্পর্ক
মানবতা চাপা পড়েছে লাশেদের ভস্মছাইয়ে
এ যে শেষের শুরু​
যুদ্ধ-বাজ তুমি-আমি হিসেব রাখছি কি..?
তবুও কি ভয় নেই? নেই পরিতাপ? হাহাকার?​
শুধুই কি অন্ধ দম্ভের ক্রর অহং শরীরজুড়ে....​
হায়...!!

এক ভাইরাস তাসের দান যে উল্টে দিয়েছে
দেখেছো.......?
ধর্ম, বর্ন,​ জাতি, সম্রাজ্যের সীমান্ত মুছে যাবে ।​
মিশে গেছে ভন্ডের​ গ্যাড়াকল ;
হয়ত শ্রীঘ্রই মিশে যাবে অতি দাম্ভিক সমাজ!​
তবুও মানুষ, চেষ্টা করো বেঁচে থাকার,​
চেষ্টা করো নিজেদের বদলে ফেলার ।​
হয়ত শেষ চেষ্টাও করবে "মানুষ" হওয়ার ।​

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.