হোমকবিতামুস্তারী বেগম | ঘুম ও একটি রাত মুস্তারী বেগম | ঘুম ও একটি রাত 0 শব্দের মিছিল ডিসেম্বর ২৩, ২০২১ ✓ ঘুম ও একটি রাতবালিসের উপর কিছু জমা মেঘআঁধার আকাশের গায়ে লেপ্টে থাকা চাঁদমাছে মাছে নক্ষত্রগুলো জ্বলে ওঠেএকটি ধ্রুবতারা ও একটি ছায়াপথ।ঘুমের মধ্যে কিছু ছেঁড়া রাতএকটি স্বপ্নের চাঁদরাত বেয়ে নেমে আসে কিছু ফুলের গন্ধ। Tags কবিতা নবীনতর পূর্বতন
সুচিন্তিত মতামত দিন