বালিসের উপর কিছু জমা মেঘ
আঁধার আকাশের গায়ে লেপ্টে থাকা চাঁদ
মাছে মাছে নক্ষত্রগুলো জ্বলে ওঠে
একটি ধ্রুবতারা ও একটি ছায়াপথ।
ঘুমের মধ্যে কিছু ছেঁড়া রাত
একটি স্বপ্নের চাঁদ
রাত বেয়ে নেমে আসে কিছু ফুলের গন্ধ।
Tags:
কবিতা
Our website uses cookies to improve your experience. Learn more
ঠিক আছে