আভা সরকার মন্ডল | স্থল পথের ঠিকানা

শব্দের মিছিল

✓ স্থল পথের ঠিকানা

কাজটি সেরে ফেলার আগে​
বিবেক যদি​ উদ্দেশ্যহীনতায় না ভোগে
তবে সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করতে হয় না তাকে
ঠেকানো যায় নৈতিক অধঃপতন ।

সঠিকভাবে বিশ্লেষিত চাহিদাগুলোর হাত ধরেই
অনায়াসে উঠে আসে চেতনার নীতিমালা ।
নিজের জন্য যা কিছু প্রযোজ্য নয়
অন্যের ঘাড়ে জোড় করে তা চাপিয়ে দিলে
নীতিহীন তকমাটাই​ চেপে বসে পিঠে।

যার লজ্জা নেই, ঘেন্না নেই, নেই বোধ
তাৎপর্য গভীর হওয়া সত্বেও
মূল্যবোধের অবমূল্যায়নে, যার নেই কোন পরিতাপ---
কোনো আদর্শের বুলি কপচিয়ে তাকে
ফেরানো যায় না পথে ।
বিপথেই ভালো থাকার অভ্যেস গড়ে তুলতে তুলতে
একদিন সে নিজেই হারিয়ে ফ্যালে স্থল (সু)পথের ঠিকানা।

অনুশাসন না মানার অনুশোচনা
খালি পায়ে পিছু হেঁটে
শতাব্দী পেরিয়ে আর ফিরে যেতে পারে না শুরুতে ।
যতই সাঁতারে চ্যাম্পিয়ন হোক না কেন,
ডুবে ডুবে জল খাওয়ার দক্ষতাও
এক্ষেত্রে ঠিক সেভাবে কাজ করে উঠতে পারে না ।

সুনামী মাথায় নিয়ে সমুদ্র এগিয়ে এলে
প্রায়শ্চিত্তের সুযোগ সে থোড়ি-ই দেয় !


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.