অমিত চক্রবর্তী | ছায়াচ্ছন্ন


মিছিল

✓ ছায়াচ্ছন্ন


ছায়াচ্ছন্ন গাছের নীচে সুঠাম ট্রাক রেখে
যুবতী মালিক চলে গেছে পার্কে
হয়তো সে সুধার খোঁজে, আমিও –
যদি আমি গুটিসুটি মেরে শুয়ে থাকি ট্রাকে
কুকুরের কম্বল মুড়ি,
সে কি দৃষ্টি ফিরে পাবে –
আমার বরাদ্দ চাষবাস, হাড়ভাঙা
পিচ তোলা, স্ট্রবেরি, ঝড়বৃষ্টি বরফে কীটনাশক
নাকি আমাকেও কুকুরের দলে ভেবে
বেড্রুমে রেখে, মাথায় হাত বুলিয়ে …


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.