অমরেশ বিশ্বাস​ | বিজয়া?

মিছিল

✓ বিজয়া?



শিক্ষা নেই স্বাস্থ্য নেই
নেই খাদ্য পেটে
ভাবছ তবু আনন্দে বেশ
দিন যাচ্ছে কেটে।

দুর্গা মহিষাসুর মেরে
মাতে উল্লাসেতে
ঠুলি পরে আছ যারা
মাতছ বিজয়াতে।

কে করেছ কি জয় হাসিল
কি তার খতিয়ান​
নিরাশাতে দিক হারিয়ে
সবাই ম্রিয়মাণ।

আশার আলো নিভু নিভু
নেশায় আছ মেতে
এমন হলে কখনো কেউ
কেমন করে জেতে!

কুসংস্কার অজ্ঞানতা​
না যদি দূর হয়
গাছে গরু যতই উঠাও​
সে নয় কোন জয়।

✓পরিচয়

রাতের শেষে দিনের শুরু
দিনের শেষে রাত
আজও মানুষের ছোঁয়াতে
যায় মানুষের জাত?

মানুষ হয়েও জাতের নামে
বজ্জাতি বেশ চলে
মানুষ ওরা? মানুষকে চায়
রাখতে পায়ের তলে।

জাতের নামে কেউ তো কারো​
কাড়ছে অধিকার​
তাই ভোলে না করতে তারা
জাতের অহংকার।

কারো দেখি লম্বা টিকি
কেউ পৈতা পরো
শ্রেষ্ঠ যদি হও তুমি তা
কাজে প্রমাণ করো।

মানুষ কেমন করে জাতে
ছোট বড়​ হয়
বড় ছোট হয় না জাতে
কাজেই পরিচয়।


Previous Post Next Post