সুমন্ত মল্লিক
0
আগস্ট ৩১, ২০২১
■ বৃষ্টি নেমেছিল
ছেঁড়া উল বেঁধে, হাতে রেখেছিলে একখানা লাল চিঠি
দেখেছি শেষের শুরু, মেখেছি প্রলয় ,যত্নের ফাঁস খুলে
চিঠি লিখেছিলে, কাছে আসবেনা বলে,
মিলনের আগে কত বিচ্ছেদ, কড়া নেড়ে গেছে চেনা মুখে
শব্দের ভারে ন্যুব্জ ফুল-মালা, মৃত্যুর উপকূলে
মুখ ফিরিয়েছি, ফিরে তাকাবেনা বলে,
থাকতে চেয়েছি ভালো, মানুষের যাতায়াত শেষে
দশমীর খড়কুটো হয়ে, ভেসেছি অচিরে অকালে
কিনারে ঠেকিনি, কথা বাকি নেই বলে,
ঘুম ভেঙে উঠেছি শতেক বার, যাতনার হিমঘরে
দূরে, তবু খুব কাছ থেকে হেঁটে চলে গেলে
পিছু ডাকিনি, ব্যবধান রয়ে গেছে বলে,
ক্ষমাহীন রাতে হাতে হাত রেখে, বলেছিলে চলে যেতে
পেয়েছি মৃত্যুবেদনা, জন্ম হয়েছে ভুল পৃথিবীর কোলে,
পারিনি গাছ হতে, তুমি মাটি হওনি বলে,
আষাঢ়ে আকাশ ঘেঁষে, ভাঙ্গা মেঘ বোবা চাঁদে
তারাদের অভিমানে, প্রতিশোধ খুঁজে নিলে
বৃষ্টি নেমেছিল, তুমি ভিজবেনা বলে।
Tags
সুচিন্তিত মতামত দিন