Header Ads

Breaking News
recent

শর্মিষ্ঠা ঘোষ

 

শব্দের মিছিল

■ বিবাহ সমাচার ৯

ধোয়ামোছা স্লেটে কোথাও রাখ নি বলে যত বাষ্প জমে আগুনের তাপ হার মানায়।  সফর একলার দেখিয়ে দেয় নসিব। একটা করে ইট নড়ে একটা করে পাতা শুকোয়। পাল্লা দিয়ে নুনছাপ গাঢ়। ততোধিক উচাটন দুহাতে হাওয়া কাটে । খিল্লি ওড়ায় ইরেজার । সবুজ নীল লাল হলুদ ভালোবাসছি না আর। হাত রেখেছিলাম পাথরে। কোন দাগ নেই। মনের বাড়ি জলের ওপর। সে গেছে নিরুদ্দেশে। দুটো চারা গাছ কেবল বেড়ে চলেছে নিজ গুণে। ডালপালা গুনি। গোড়া নিড়াই । খুরপি টেনে তোলে হাড়গোড়। জোড়া দিয়ে গল্প খুঁজি প্রাণের। চামড়া রক্ত শিরা ধমনী ছিল যখন খিদে ছিল কষ্ট ছিল আনন্দ আর প্রেম ছিল। অভিযোগ অভিমান অপমানও। আর খুঁড়ি না। নিজেকে পুঁততে চাই। গভীরে নিয়ে যেতে চাই দহন। তার ওপর গাছ লাগাবে কেউ। ফুল ফুটলে গন্ধে আসবে আমাদের প্রজাপতি। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। কার্ড ছেড়ে সত্যি ফুলে। সত্যম্ শিবম্ সুন্দরম্ এ।

Blogger দ্বারা পরিচালিত.