প্রসাদ সিং

■ এ এক অন্য আগুন 


বহুবার পুড়ে যেতে চেয়েছি​
কিছু আত্মহত্যার পরিসংখ্যান হয় না​
প্রেমের বাইরে শরীর বেঁচে থাকে​
যেভাবে ইভিএম এর বাইরে বাঁচে ছাপ্পা ভোট​

সবাই একসময় ভালোবাসে​
প্রেমিক হয় প্রেমিকার​
প্রেমিকা হয় প্রেমিকের​
অনুগত জনসাধারণ থাকে ভণ্ড রাষ্ট্রের​

আগুনের কথা লিখতে গিয়ে​
যেভাবে কলম মাখে বারুদ​
পোড়ার গন্ধে বোঝা যায়​
এ এক অন্য আগুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.