পিন্টু ঘোষ

শব্দের মিছিল

■ ক্রন্দন



ধীরে ধীরে মুছে যায় যে সম্পর্ক
তার কোনো নাম থাকে না

প্রতিরাতে আঁধারে জলতরঙ্গ ওঠে বুকের ভিতর
অন্তরে পাথর হয় মানুষ​
চিরধরা সম্পর্কের বুকে কাদার
লেপন দেয়। চোখের জল লুকায়।

ভিতরে ভিতরে কাঁদে...

Previous Post Next Post