মুস্তারী বেগম

■ সহম


আগুনের গোলায় তোমাদের পুড়তে দেখেছি জীবন।
মুখচ্ছবি, কুণ্ডলিকায় একরাশ পাণ্ডুলিপি।
পিঠে বাঁধা অভুক্ত পাঁজরের ভাস্কর্য
দেখেছি শত শত গাছের কঙ্কালে বেদনার ঝুরঝুর মাটি
ঐ মাটিতেই একটি কবর দেখেছি
পাণ্ডুলিপি রা সহমত পোষণ করেছে পেষনের।
অবিচারের কাঁধ বেয়ে তোমরা জন্মযাত্রায় নামলে।
পিতামহের পরচায় ছোটো ছোটো অক্ষিগোলক।

ভাঙো ,ভেঙে ফেলো সিঁদুরে ,কাঁচের চুড়িতে সহমত পোষণ করছে পেষণের।
একঝাঁক চিলের কান্নায় আকাশ ফেটে মানুষ পড়েছে মাটিতে।
সহমত পোষন করেছে মানবতা,মনুষ্যজনিত আবেগের হেডফোন।
Previous Post Next Post