■ মন্দিরা ঘোষ | মরবিড নামতাঘর

শব্দের মিছিল

এমনই সব এলোমেলো অন্ধকার নামে যার সাথে কোন কিছুর লিঙ্ক নেই।একটার পর​ একটা বন্ধ হয়ে যায় ইস্কিমিক জীবনের লকগেট।মেঘলা ব্যাকগ্রাউন্ডে জেবিএলের ফ্লিপ টু থেকে মালকোষ, বুকের ভিতর বেণীমাধব বেণীমাধব!ক্লাস সেভেনের কম্পাস ঘষে বেঞ্চে খোদায় করা এ​ প্লাস বি হোল স্কয়ার মানে​ নির্জন দুপুরের নদী আর খেয়ানৌকো।

​বাজি রাখা যৌবনের নোটপ্যাডে মাল্টিকালার নেলপালিসের দাম্পত্য। প্রেমের ডিসেকশন রুমে চেরা গোধূলির ঠোঁট।​ সব কাটাকুটির ফলাফলে শূন্যতা বাসা বাঁধলে রাজনীতির ব্যারিকেডে খিদের ডকুমেন্টারি।ফলত একটা অক্টেভ থেকে পরের অক্টেভে পৌঁছনোর আগেই সব ডিলিট মোড।

জিরো অপশনে আদিগন্ত​ শূন্যতার উড়ান। নো ভ্যাকেন্সি জোনে কিছু নীলসাদা আঁচড় । ভাতহীনতার জাবরকাটা ভবিষ্যতে সাড়ে তিনহাত জমির গেমপ্ল্যান সফল না হলে ব্যাকবেঞ্চ কুয়াশার ফুটপাত হয়ে যায়।স্কিৎজোফ্রেনিক রাতের ট্রামলাইনে মেঘলা ট্রাম চেপে​ হারিয়ে যায় ক্লাস সেভেনে আটকে থাকা মালতীরা।​ প্লাস্টিক বুকের মাঝ রাত​ তলপেটের গ্যাঁজলায় বৌদ্ধিক শব্দ ওড়ায়।​

​ঘুম ঘুম রাত ঝিকিমিকি তারা-​ পাতাখোর চোখ চিনে ফ্যালে মুখোশের আড়ালে আরও অনেক না মুখোশ।​ লটকে​ থাকে চাঁদের ছায়া ল্যাম্পপোস্টের গায়ে।ফলত একটি​ অনৈতিক​ মৃত্যুতে রাতজাগা​ কুকুরদের কোর্টমার্শাল।

দিনশেষে গোছা গোছা অ্যালজোলামের পাতায় গড়িয়ে পড়ে​ মালতীবালাদের সকাল।

সময়ের কাছে​ মরবিড​ নামতাঘর সাজানো থাকে টিপটপ​ শোরুমের চেহারায়। ক্রমশ আসবাবের জায়গা নিতে অবশিষ্ট বেঁচে থাকা।​

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.