দেবজিৎ দে

■ খামার 


ঘুমিয়ে অথচ নিদ্রাভঙ্গ
অজস্র খুরের শব্দ ঘুমের ভিতর।
ঠাকুরদার থেকে পাওয়া​
বাবার চশমাটা
এবার থেকে আমার।
সমানে নাল পরানো চলছে
ঠুলি চোখে দৌড়াতে হবে​ ​ ​
মগজ ধোলাই ঘর​
ত্রান শিবির পেরোলেই
ঘুমের ভিতর খামার।​

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.