আভা সরকার মন্ডল

শব্দের মিছিল

■ ভোরের কাছে



শীত ফুরিয়ে​ যাওয়ার আনন্দে
পাখিটি ফাগুন মাখে​ ডানায়
তার বেশভূষায় বিদ্বেষের গন্ধ নেই এতটুকু​
বরং তার পেলব ঠোঁটে পলাশ রাঙা হাসি--
তার চিবুকে, আদর মাখা টোল।

অকালে কিছু বিকর্ষণ যখন
বিরক্তিকর বিবাদ আনে টেনে----
বারুদ বারুদ আবহাওয়া ধোঁয়ার কুণ্ডলী পাকায়---
পাখিটি রোজনামচায় দুঃসময়ের গল্প লেখে,
তার অসহায়তার সুযোগে​
দ্বন্দ্ব-দ্বিধা নির্বিবাদে বাসা বাঁধে সেখানে।

​সদ্য জেগে ওঠা একটা ভোর​ ---
লোভ লালসার কালি ধুয়ে
রাতের মলিন রেষ কাটিয়ে,
অনায়াসে পরে নেয়​ স্নিগ্ধ আবেশ​
সঞ্জীবনী আপনি ভরে যায়,খাঁজে খাঁজে---
সেই তৃপ্তির রেশ মুছে দেয় সমস্ত দ্বেষ ।

একটি নিটোল গল্প ডানায় মেখে
খাঁচা ছেড়ে উড়ে যায় পাখি---
আমি বেঁচে থাকার জন্য মনে মনে
ভোরের কাছেই কৃতজ্ঞ থাকি ।।

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন