সুমনা পাল ভট্টাচার্য

শব্দের মিছিল

■ অ-সুখ


মাঝরাতে বৃষ্টি হল,​
জানলার গ্রীলে মেঘের চুম্বন এখনও সজীব,
ঠোঁটে করে বয়ে আনা সোঁদা সুর বাঁশির মতই মসৃণ...

ঘুমের ভেতর ছুঁয়ে এলাম আদি নগ্নতার স্নিগ্ধছায়া,
যার প্রতিটি বিভঙ্গে জীবনের প্রত্যয়।
স্পর্শে সজীব চেনামুখ, জিভের লালা, ঘামের উত্তাপ।

বালিশের এপারে তোমার ঘর, ওদিকে আমার পাড়া!
মাঝে একটা বন্ধ ঘড়ি,​
আর, কিছু বোবা-সংলাপ।

মনের আজ দারুণ জ্বর।
পারদ চেনে নিষেধ- আঙুল,
অস্থির দাবানল...

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন