নিশিকান্ত রায়

শব্দের মিছিল

■দাগ ঢেকে 
সূর্যেরও চলাফেরা


আজকের সূর্যটাও বহুকাল ধরেই আছে​
আছে ফাল্গুন চৈত্র​
পলাশ কৃষ্ণচুড়া শিমুল ও কাঞ্চন​
কাক কোকিলের পরম্পরায় জেগে উঠা
উন্মনা মাতাল​
এক বসন্ত যেন জুড়ে দেয় অনন্ত বাতাসের সূতো
পোড়ানো সাগরের বুকে উথাল-পাতাল।​

মানুষেরই বুক ভেঙে ইঠভাটা দাউদাউ​
অথচ মানুষ যেন প্রেমের মজুর
তার চাষবাস লাঙ্গলের টানে দীর্ঘশ্বাসী নদী​
অশান্ত অর্থনীতির ঢেউ​
অস্তিত্বের খেলায় দেশ কাল পাত্রের টান।

তবুও ফুল ফুটে পাখি গায় গনতন্ত্র আসে যায়​
আমাদেরই উঠোন ভরা অন্ধকারে​
কবিতা লাফিয়ে উঠে মাছের মড়কে।

ঘুরেফিরে শাসনের কবিতা
লালচোখা বৃক্ষের ডালপালা ফুল
নিয়তি বসন্ত ছুঁয়ে লাল দীর্ঘশ্বাস​
পণ্য সময় খুলে প্রতিদিন ঘোড়দৌড়​
লিখে যাওয়া প্রেমদাহ​
দাঁড় টেনে নতুন খবর গিলে নীলান্ত মগ্নতা।​

আরেক সকাল
কলংক ঢেকে দিয়ে অদ্ভুত নগ্নতায়
ছিটিয়ে যায় কাঁটাতারহীন আলোর বিলাপ​
সে আলো কি রক্তে মাংসে মেরুদন্ডে লাগে!
উত্তাপে ভরা বৃষ্টি ও খরা কালো দাগ অনুরাগে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.