■ শিলালিপি
জোৎস্নার গায়ে লিখে রেখেছি স্যাতস্যাতে অভিমান...আগামীর আদরে ম্লান হোক ফেলে আসা তিক্ততা..তোমার ঠোঁটের কোনের বিন্দু বিন্দু ঘাম
যেভাবে বাঙ্ময় করে চাপা পড়া উষ্ণতা !
স্যারিডনে ফিকে হয়েছে বাসি যন্ত্রনা..সম্পর্কের কি আদৌ কোনো পরিনতি হয় ? হিসেব কষতে কষতে কেটে গেছে কত মৌসুমী রাত । কথা রাখেনি কেউ, কথা রাখা হবেনা জেনেও একসাথে হেঁটে যাওয়ার কি অদম্য ইচ্ছা, একতরফা -
জীবনটা এক সরলরেখায় এগিয়ে নিয়ে যাওয়া যেতো... যদি না নীলঘূর্নী এসে নাগরদোলায় বসিয়ে দিতো!
ভাবনারা চলার পথে ব্যাস্তানুপাতিক ! তবু কালবৈশাখী জানে কতোটা তীব্রতা বাসা বাঁধলে আছড়ে পড়া যায়.... কিছু অভ্যেস যেভাবে মায়ার চাদরে শিলালিপি গড়ে... এক আলোকবর্ষ দূরে আছো জেনেও জুড়ে জুড়ে সেলাই করেছি স্থবির যাতায়াত ।।
যে যোগসূত্র ধরে আজও আমরা হেঁটে চলেছি সমান্তরাল পথ ... মরুস্হলী জুড়ে ইট কাঠ পাথরের সংসার বুনেছি নিভৃতে ; ল্যাম্পপোস্টের নিচে তোমার আমার গেরস্হালি! কখনও ঝড়ে উড়ে গেছে মশারির দড়ি , কখনও বা খুব গোপনে রেখে দিয়েছি
তোমার উচ্ছিষ্ট সিগারেটের ধোঁয়া খানি । যত শতাব্দী পার করেছি, কলমি লতা হয়ে আঁকড়ে ধরেছি ,স্থবির হয়েছি চরাচর জুড়ে । চালচিত্রে জুড়ে এঁকে রেখেছি নির্জন অনুষঙ্গ ! ভাত,ডাল দিয়ে নৈবেদ্য সাজিয়েছি
তোমার অগোছালো ঘরের কোণে...অঙ্কের খাতাগুলো জানে কতোটা নিঃশব্দে আমি আজও তোমার ঘর গুছিয়ে চলেছি আর্তনাদহীন ,নীরব সংসারে ।
সুচিন্তিত মতামত দিন