কুমকুম বৈদ্য

শব্দের মিছিল

■ সমীপেষু


সময়ের কয়েক টুকরো 
এখনো বাঁচিয়ে রেখেছি আমি জ্যোতির্ময়
শেষমেশ চলে যাব সেই শহরের কোলে
পাহাড়ের পাদদেশে যে ডানা দুটো খুলে রেখে 
ঘুমিয়ে নিচ্ছে আমাদের অপেক্ষায়
ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি , পরিপাটি কর্মঠ নেপালী মেড আর গীটারের টুংটাং ...

একটা ছোট বেলফুল গাছ টবে ভরে নিয়ে যাব 
প্রসিদ্ধ সুগন্ধি। আর তুমি ওয়াটার বোতলে ভরে নিয়ো সমুদ্র...

ছিপি খুললেই আমাদের ঘরে আছড়ে পড়বে ঢেউ, আমাদের খুলে রাখা সুইমিং কস্টিউম-

গত দশ বছর আমিও হেঁটেছি অক্লান্ত মাড়িয়েছি ধুলো-কাদা,শূন্য গম ক্ষেত। কখন বা স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছি 
গাছের গায়ে পরজীবী ফার্ণের মত ...

তবুও কলকাতার কোলাহল আর মার্সিডিজের হর্ন ভ্রমণ পিপাসু নতুন নতুন গরম পড়ার সময়, ফ্যানটা দুয়ে দিয়ে চালিয়ে দিয়েছি...

বরফের পূর্বাভাস লিখতে গিয়ে ও মাথা জুড়ে নামছে আরামের ঘুম। আমার সমস্ত বাক স্বাধীনতা ভাঁজ করে রেখে দিচ্ছি কবিতার খাতায় ...

সারা কলকাতা জুড়ে মানুষের আকাল -

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.