কৌশিক চক্রবর্ত্তী​

শব্দের মিছিল

■ মানুষ



সেদিন দেখেছি​
চাঁদের আশপাশে সাঁতরে যায় আসন্ন জীবন-
কত অনায়াসে পার হয় গিরিপথ, অজানা সাগর
কখনো হাতের পাশে জমা হয় নীহারিকা, জ্যোতিষ্কপুঞ্জ সব-

বুকে বুকে নীল দাগ
তবু কোনও কালকেউটের দিকে জমে নেই গোটানো নজর, ভয়ভীতি...

সেদিন দেখেছি
উলঙ্গ হবার আগে নিজের শরীরে জ্যোৎস্না মেখে নিতে-
স্মৃতিহীন জীবন থেকে সংগ্রহ করা হোক এ'সমস্ত উল্লাসের দিন...

যেটুকু দেখিনি
সেটা চাঁদের বদান্যতা বুঝে লিখে রেখেছি প্রথম পাতায়-

অতএব​
আমি সাঁতার শিখিনি
আমি হতভাগ্য বিপন্ন মানুষ...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.