যে বসন্তের সন্ধ্যায় আমি একা বসে অন্ধকারে
সেখানে,একমাত্র আলো তোমার নাম -
জ্বলজ্বল করছে যা আমারই চোখের তারায়।
আমার দীর্ঘশ্বাস বাতাসের সাথে মিশে গুনেছে প্রলাপ।
আমার বিশ্বাসে তোমার নাম বারবার উচ্চারিত হওয়া কোনো মন্ত্রের মতোই ধ্বনিত হয়ে চলেছে,
হৃদপিন্ডের সাথে আমার শরীরে মিশে যে স্পর্শ টুকু তোমার তাই দিয়ে,
পৃথিবীর শেষ দ্বীপে যেখানে নক্ষত্র ভেসে থাকে,
এঁকেছি নকশীকাঁথার মাঠ।
এই একাকী রাতকে বিদায় জানাতে চাইনা আমি,
ডুবে যেতে চাই সেই গহীনের মাঝে;
যেখানে মিশে যাবো তুমি আর আমি.....
ডুবে যেতে চাই সেই গহীনের মাঝে;
যেখানে মিশে যাবো তুমি আর আমি.....
সুচিন্তিত মতামত দিন