■ সায়ন্ন্যা দাশদত্ত | বসন্তে আছিল যত সুখ

শব্দের মিছিল

এ বসন্ত আগেও এসেছে পাড়ায় । রিক্সায় দাগ । ঝুনঝুনি বাঁধা সামনের দুই হাতল অথবা ডানায় । রোজগার কম পাড়ায় বেরোলে মাইক বেঁধেছে পিঠে । ভোটের প্রচার ।
জনগণের মন্দ চাইবো কেন?! ঝিম মারা সুখ । দু একটানে স্বর্গদোরে বাতি । দাদুর নাতি না খেয়ে মরে । খেলে দেশির জল । নেশা স্বর্গ । নেশা ধর্ম । ধর্মেভর্তি নেশা । নেশার ঘোরে কাপড় খোলাও । পুড়িয়ে ফেলো মাটি ।

চাষবাস নেই । মন্দির আছে । মসজিদ আছে পাড়ায় । খাওয়ার নামে ধর্ম খাবো । পরার নামে কফন । ঘুমের নামে স্বর্গে যাবো ।
সঙ্গে যেও তখন ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.