চিন্ময় ঘোষ
0
মে ০৯, ২০২১
■ সূর্যস্নান
চুরি গেছে ঘুম কবে
চোখের পাতায় ভাসে বিধ্বস্ত ক্লান্তির ছাপ
রাতের বাকল ছিঁড়ে ঈর্ষা ও লোভ
শ্বদন্ত বাড়িয়েছে দুরারোগ্য ব্যাধির মতো
আরো চাই আরো চাই - অক্লান্ত খুবলে খায়
মাতৃজঠর
অপাঙ্গে শুকতারা স্থির চোখে একান্তে
একা জেগে থাকে
এমন তো হতে পারে জড়তার জাল ছিন্ন করে
তপ্ত রুধির ঢেউ
দুর্নিবার জেগে ওঠে আলোর প্রহরে
নিষ্পাপ শত মুখ আরক্ত ভোরের মিছিলে
দ্বিধাহীন খুলে দেবে আলোর মুকুর
রাত জুড়ে জমে থাকা অর্থহীন ভয়
লোহিত স্রোতের ঢেউয়ে
ধুয়ে যাবে পবিত্র সূর্য সকালে
এসো হে সারথি, তুলে ধরি বিবর্ণ পুতুলের শব, খাড়া হোক নুইয়ে পড়া শিরদাঁড়া যত
এসো সব একসঙ্গে করি সূর্যস্নান
ভোরের প্রথম রঙে
আগামীর দিন শুরু হোক......
Tags
সুচিন্তিত মতামত দিন