■ ক্ষিদে মানুষের গদ্য
আমি কিই বা জানি সেই ক্ষিদে মানুষের গদ্য
আমি তো পদ্য লিখি একা
শব্দগুলো নিপুণ সাজাই
লম্বা তারে, আড়েআড়ে
বৃত্তাকারে সাজিয়ে নাচি শব্দভেলায় একা –
আমাকে ছেড়ে দাও ।
আমি কিই বা জানি সেই ক্ষিদে মানুষের গদ্য
সেই আতঙ্ক আর জলকামান্
সেই অধিকার চাওয়া কাব্য
আমার ধাতে নেই।
ধাতে নেই আর রেশারেশি বা মুখতুলে কথা
শুধু পুষ্ট, নিটোল শব্দ চয়ন
সঙ্গম সেই শব্দের সাথে
নগ্ন চাতাল, পড়ার টেবিল–
আমাকে ছেড়ে দাও।
আমি কিই বা জানি সেই ক্ষিদে মানুষের গদ্য
কোন প্রতিবাদী নই আন্দোলনে জড়
কোনো রঙচটা লেখা স্বপ্নের পথে ভড়ং
আমাকে ছেড়ে দাও।
নান্দনিক আমি নান্দনিক –
ব্যস্ত আমার শব্দ হারা মগজ
শুধু হারিয়ে ফেলেছি অঙ্গীকারের গ্রন্থি
যা দিয়ে আর বাঁধতে পারি স্বপ্ন
'আমি আর বাঁচবুনি’ ভাষায় অন্ত্যমিলের লগ্ন।
ধাতে নেই আর রেশারেশি বা মুখতুলে কথা
শুধু পুষ্ট, নিটোল শব্দ চয়ন
সঙ্গম সেই শব্দের সাথে
নগ্ন চাতাল, পড়ার টেবিল–
আমাকে ছেড়ে দাও।
আমি কিই বা জানি সেই ক্ষিদে মানুষের গদ্য
কোন প্রতিবাদী নই আন্দোলনে জড়
কোনো রঙচটা লেখা স্বপ্নের পথে ভড়ং
আমাকে ছেড়ে দাও।
নান্দনিক আমি নান্দনিক –
ব্যস্ত আমার শব্দ হারা মগজ
শুধু হারিয়ে ফেলেছি অঙ্গীকারের গ্রন্থি
যা দিয়ে আর বাঁধতে পারি স্বপ্ন
'আমি আর বাঁচবুনি’ ভাষায় অন্ত্যমিলের লগ্ন।
সুচিন্তিত মতামত দিন