রবিবার, ফেব্রুয়ারী ২১, ২০২১
বন্যা ব্যানার্জী
sobdermichil | ফেব্রুয়ারী ২১, ২০২১ |
অন লাইন
| মিছিলে স্বাগত
■ আলো
ওকে চলে যেতে দিলে! তুমি কি জানতে না
ওর কাজ গেছে, ও লাইনে দাঁড়িয়ে রিলিফের চাল নিতে পারেনি,কারণ ও কখনও গণ্ডির ভেতরে বাঁচতে শেখেনি।
তবু যেতে দিলে!
ভুলে গেছো সব!
ওদের আজ নির্ঘুম প্রহর!ব্যাস্ত ক্ষিদেরা চিল হয়ে ওড়ে- সময়ের নগ্নতায়।
ওকে খোঁজো , খুঁজে এনে ধুইয়ে দাও ওর রেটিনায় জমা অন্ধকার।ওর দেবদূত পা।

