ছোটকথা
শর্মিষ্ঠা ঘোষ
১।
লাগে রহ ওহ্ মেরা দিল্
রতনটি মিলে যাবে শেষে
'জিও কাকা' বলে লাফ মেরো
অভ্যাসে পারফেক্ট হবে
গুমসুম কেটেছে যে দিন
তারও আছে সূরজনামা
টাফ পিচে ধরে ধরে খেলো
গুরুবাণী তাই কহে গেছে
২।
১।
লাগে রহ ওহ্ মেরা দিল্
রতনটি মিলে যাবে শেষে
'জিও কাকা' বলে লাফ মেরো
অভ্যাসে পারফেক্ট হবে
গুমসুম কেটেছে যে দিন
তারও আছে সূরজনামা
টাফ পিচে ধরে ধরে খেলো
গুরুবাণী তাই কহে গেছে
২।
কে সে বিশেষ না এলে জং ধরে ইস্পাত
কে সে সবিশেষ না এলে ব্যর্থ
এত চিৎকার কোলাহল মাস্কা
কে সে নিপুন সিঁদকাটি
প্রকাশে না থেকেও অনন্ত রঙের অপেক্ষা
জ্বলন হয় কি না হয়
পরক্ষণে সাজানো যুক্তির তাস
আস্তিন থেকে উঁকি মারে না সদুত্তর
পিছু ছাড়ে না মরা কোটাল
কে সে সবিশেষ না এলে ব্যর্থ
এত চিৎকার কোলাহল মাস্কা
কে সে নিপুন সিঁদকাটি
প্রকাশে না থেকেও অনন্ত রঙের অপেক্ষা
জ্বলন হয় কি না হয়
পরক্ষণে সাজানো যুক্তির তাস
আস্তিন থেকে উঁকি মারে না সদুত্তর
পিছু ছাড়ে না মরা কোটাল
৩।
একটু একটু খেলছে কথা খুলছে বেড়া জানাশোনায়
তখন তো বেশ কাছের ছিলে এখন একটু উচ্চডালে
দূরের দেখাই স্পষ্ট ফ্রেমের বাড়ছে বয়েস চোখের পাওয়ার
ফুল খুঁজছি বেলপাতা কই চাঁপা কলার দূব্বো ঘট ?
আমার আমি আমার মতোই গ্রামীণ নদী সবুজ জল
কৃষ্টিকথা গগন বিহার তীব্র নাদের স্থল পরিসর
গালুই জানে লাল গোধূলির আরেকটি নাম মাটির মতো
সন্ধ্যে নামুক ঢলুক পাটে নেই ঠিকানার কয়েক ক্ষত
৪।
তখন তো বেশ কাছের ছিলে এখন একটু উচ্চডালে
দূরের দেখাই স্পষ্ট ফ্রেমের বাড়ছে বয়েস চোখের পাওয়ার
ফুল খুঁজছি বেলপাতা কই চাঁপা কলার দূব্বো ঘট ?
আমার আমি আমার মতোই গ্রামীণ নদী সবুজ জল
কৃষ্টিকথা গগন বিহার তীব্র নাদের স্থল পরিসর
গালুই জানে লাল গোধূলির আরেকটি নাম মাটির মতো
সন্ধ্যে নামুক ঢলুক পাটে নেই ঠিকানার কয়েক ক্ষত
৪।
মরলে পরে খবর হোত বেঁচে থাকতে নয়
মাথায় ডান্ডা তাই দস্তুর দেশের বরাভয়
চামচিকে আর গেছো ছাগল দরবারেতে ব্যস্ত
মরলে পরে পথের কাঁটা সরত সিওর মস্ত
তা না দেখো বেড়ালের প্রাণ ফের জোড়ে চিৎকার
উলঙ্গ সব রাজা রাণীর কাপড় কোথায় গেল
মস্ত হনু হলুদ পাতায় লিখছে মাপছে কাটছে
কোন দরবার কত মুদ্রার বদলে বদলে গুনছে
নেংটিখানা ঝোড়ো হাওয়ায় উড়বে যেদিন ফুঁঃ
ঘরে ফিরো লজ্জা গিলে লোক চিনছে কূ
চামচিকে আর গেছো ছাগল দরবারেতে ব্যস্ত
মরলে পরে পথের কাঁটা সরত সিওর মস্ত
তা না দেখো বেড়ালের প্রাণ ফের জোড়ে চিৎকার
উলঙ্গ সব রাজা রাণীর কাপড় কোথায় গেল
মস্ত হনু হলুদ পাতায় লিখছে মাপছে কাটছে
কোন দরবার কত মুদ্রার বদলে বদলে গুনছে
নেংটিখানা ঝোড়ো হাওয়ায় উড়বে যেদিন ফুঁঃ
ঘরে ফিরো লজ্জা গিলে লোক চিনছে কূ
সুচিন্তিত মতামত দিন