■ ভাগ ও ভাঙ্গন
নিশিকান্ত রায়
ভাগ ও ভাঙ্গনে ছায়াও হারিয়ে যায়
সীমানা স্বজন স্বপ্নের অলিগলি
নদীর বুকেতে হাহাকার করে জল
খড়কুটো ধরে স্মৃতিময় পদাবলি।
আলো আঁধারের ডাঙগুলি খেলাঘর
এপার ওপারে আলোকের মেলা বসে
হাওয়ায় হাওয়ায় মেঘফুল টুপটাপ
সুখ অসুখের স্রোত গড়িয়ে আসে।
কেউ ভেসে আসে কেউ ভেসে যায়
গড়িয়ে গড়িয়ে চলে ঘর সংসার মায়া
শ্রমের আগুন লুকিয়ে হাতের মুঠোয়
ফুল ও ফসলে শোষিতের আলো ছায়া।
জরিপ হয়নি শোষক ও শোষিতের নাম
লেখা হয়নি ধূকে ধূকে বাঁচা মরা
স্বপ্নের গানে আশা নিরাশার লুকোচুরি
ঘুমের পারদে উঠানামা আধমরা।
ভেঙেছে রাষ্ট্র নদী ঘরবাড়ি দেহ মন খেলাঘর
ভেঙে ভেঙে যত সুনীতি কুনীতি মচমচে বালুচর
আমিও ভাঙছি তুমিও ভাঙছো ঘাট পথ পারাপার
ভাগ ও ভাঙ্গনে পাহাড় সমতলে শব্দের হাহাকার।
সুচিন্তিত মতামত দিন